শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে: সেলিম আহমেদ

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে: সেলিম আহমেদ
২৫ Views

 

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিক ধরে রাখতে আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি,জেলা আ,লীগের সদস্য ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ। বিএনপি,জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস ও ষড়যন্ত্র মূলক অপরানীতির বিরুদ্ধে শান্তির সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথা গুলো বলেন তিনি।

 

 

 

 

বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর উপজেলা আ,লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্যবাজারে সমাবেশে তিনি আরও বলেন,স্বাধীনতার স্বপ্ন দেখেছেন,স্বাধীনতা উপহার দিয়েছেন রাজনীতির কবি,অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শ ও চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সেলিম আহমেদ আর বলেন,সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল,ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্ছে। হাওরাঞ্চলে অদক্ষ নেতৃত্বের কারণে উন্নয়ন অনেকাংশেই বাঁধা গ্রস্ত হচ্ছে,এবার জননেত্রী শেখ হাসিনার সরকার কোন বিতর্কিত,দুর্নীতিবাজ ও নেতৃত্বে অধ্যক্ষ লোককে মনোনয়ন দেবেন না। তাই আগামী নির্বাচনে সৎ,যোগ্য,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদের্শের নৌকার প্রার্থীকে ভোট দিবেন।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর মতো জাতীয়তাবাদী নেতা বিশ্বে বিরল। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ,চিন্তা-চেতনা আর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় আমাদের মাঝে রয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। সেই স্বপ্নময় ভবিষ্যতের বিনির্মাণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

 

 

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল বাসার আপু,তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের শুষেন বর্মন,কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান,আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংঘটনের সভাপতি হোসাইন শরীফ বিপ্লব,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক তাহিরপুর উপজেলা শফিকুল মল্লিক,সাবেক নেতা কাজী ফরহাদ,জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোহাম্মদ আলীসহ আ,লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031