সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ভারতীয় চিনি ও বহনকারী একটি ইঞ্জিন নৌকা সহ দু’ চোরা কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদ নগর গ্রাম সংলগ্ন পিয়াইন নদী থেকে চোরা কারবারি সহ ৩৫বস্তা ভারতীয় চিনি আটক করে পুলিশ। আটককৃতরা হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র আব্দুল লতিফ বিরাই ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার পুত্র ওসমান আলী।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মাইনূল ইসলাম অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা ৩৫ বস্তায় ১ হাজার ৭৫০ কেজি ভারতী চিনি আটক করতে সক্ষম হন। এসময় চিনি বহনকারী একটি ইঞ্জিন চালিত নৌকা সহ দু’ চোরা কারবারিকে আটক করে পুলিশ।
বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। ছাতক থানার এসআই মামলার তদন্তকারী অফিসার এসআই পংকজ এর সত্যতা স্বীকার করেছেন।