সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ৩০০ ছাত্র-ছাত্রীর একটি করে ছাতা বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরে মোট ১ লাখ ৯০ হাজার টাকা সরকারী বরাদ্দ থেকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও বনগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ গ্রহন করে ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩০০ ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিজনের হাতে একটি করেছাতা তুলে দেয়া হয়। এ উপলক্ষে ইসলামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ছাতা বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়।
ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত ছাতা বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদ, শিক্ষানুরাগী আব্দুল আজিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক দুদু মিয়া, শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, স্থানীয় ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক নাজমুল হাসান জুয়েলশিক্ষার্থী তানহা বেগম, সাগর আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সচিব কামাল খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তাহিদ আহমদ ও গীতা পাঠ করেন অফিস সহকারী প্রজেশ চন্দ্র দাস।
সভাপতি বক্তব্যে ইউপি চেয়ারম্যান এড, সুফি আলম সোহেল বলেন, ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ থেকে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ৩০০ ছাত্র-ছাত্রীর মাঝে ছাতা বিতরণ করেছি। এ সময় তিনি বিদ্যালয়ের বঞ্চিত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যও আকর্ষনীয় উপহার প্রদানের ঘোষনা করেন।
আরো ৮০টি ছাতা বনগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণের কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সভায় ইউপি সদস্য হাজেরা বেগম, শিক্ষক আলী হোসেন, মাসুম রব্বানী, ফিরোজ আহমদ, একরাম হোসেন, স্থানীয় সালাতুল ইসলাম, সুহেল আহমদ, মোহাম্ম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।