সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ৭ মাসের শিশু হোসাইন বেঁচে আছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকের ওই ঘটনায় শিশুটির মা, বাবা ও বোন ঘটনাস্থলেই মারা যায়। একই সময় মিজানের পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান একই এলাকার বাসিন্দা মোহাম্মদ অনিক (১৮)।
৭ মাসের শিশু হোসাইনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয় আমিনাসহ কয়েকজন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ শিশু হোসাইনকে আমিনার জিম্মায় হস্তান্তর করে। শিশুটির মা-বাবার দুই পক্ষের পরিবারের লোকজন হোসাইনের মা-বাবা ও বোনের দাফন নিয়ে ব্যস্ত রয়েছে।
হোসাইন কাদের কাছে থাকবে, সে বিষয়ে পরবর্তীতে দুই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। নিহত মিজানের গ্রামের বাড়ি বরিশালে। তিনি ঢাকায় শরবত, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে সংসার চালাতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন ঝিলপাড় বস্তিতে।