খেলাফত মজলিস জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে চায়

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

খেলাফত মজলিস জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে চায়
২৮ Views

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক বলেছেন, “বর্তমানে দেশে চরম অরাজকতা চলছে। জেল, জুলুম, মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানী করা হচ্ছে। মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করা হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির কারণে নিম্ন আয়ের মানুষ অনাহারে অর্ধাহারে বেচে আছে। বিতর্কিত ও উদ্দেশ্য প্রণোদিত শিক্ষানীতির প্রণয়নের মাধ্যমে ইসলামি শিক্ষাকে সংকোচিত করা হচ্ছে।

 

 

ক্ষমতায় থেকে পাতানো নির্বাচনে মাধ্যমে আবারও ক্ষমতায় থাকার পায়তারা চলছে। আলিম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে আটকে রাখা হয়েছে। দেশের সম্পদ লুটপাটের এক মহাউৎসব চলছে। বিরুধী দলের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে। তাই ভোট ও ভাতের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য খেলাফত মজলিস ৮দফা দাবী নিয়ে দেশব্যাপী আন্দোলন করছে।”

 

 

২২ সেপ্টেম্বর শুক্রবার, বিকাল ৩টায়, মদনমোন মাঠে, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর উপরোক্ত বক্তব্য রাখেন। উপজেলা সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর, সহ সাধারণ মাওলানা আশিকুর রহমান, যুব মজলিস সিলেট জেলার যুগ্ম আহবায়ক মুফতি হুসাইন আহমদ মিসবাহ।

 

 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুব মজলিস বালাগঞ্জ উপজেলার আহবায়ক সাংবাদিক আবুল কাশেম অফিক, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সহ সাধারণ সম্পাদক কবি মীম হুসাইন, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি সালেহ আহমদ রাজু, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ আহমদ কিবরিয়া, পুর্ব পৈলনপুর ইউপি সভাপতি ফখরুল ইসলাম, বোয়ালজুড় ইউপি সভাপতি শামীম আহমদ, দেওয়ান বাজার ইউপির সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান, বালাগঞ্জ ইউপি সভাপতি শামীম আহমদ, পশ্চিম গৌরীপুর ইউপি সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ আওলাদ প্রমুখ।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031