সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিলেটগামী একটি ট্রাক ঢাকা মেট্রো- (ট ১৮-০৩৩৫) ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আসা মাত্রই মহা সড়কের পাশে সিএনজি অটোরিক্সা থেকে যাত্রী নামানোর সময় রাস্তা সংলগ্ন ৩/৪টি দোকান-ঘরের ভিতরে সিএনজিকে ধাক্কা দিয়ে ডুকিয়ে তছনছ করে ফেলে।
এ সময় দাড়িয়ে থাকা আরো ২/৩টি সিএনজি সহ দোকানপাট ও পথচারীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী, পথচারী, চানাচির বিক্রেতা, ভিক্ষুক সহ ৬/৭ জন গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২জনকে নবীগঞ্জ হাসপাতাল ও গুরুত্বর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে স্থানীয় শ্রমিকরা ঘাতক ট্রাকটিকে আটক করলেও সু-চতুর চালক পালিয়ে যায়।
এ ঘটনায় মহা সড়কে যান চলাচল প্রায় ১০/১৫ মিনিটের মতো বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয় শ্রমিকনেতা, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নবীগঞ্জ থানার একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা হলেন, নবীগঞ্জের রুস্তমপুর গ্রামের সিএনজি চালক রুবেল মিয়া (২৫), ভিক্ষুক বোয়ালজুর গ্রামের গেদা মিয়া (৬০), কাজীর বাজার এলাকার সিএনজি চালক সুয়েব সে তার গাড়ি থেকে যাত্রী নামানোকালে ইট বুঝাই ঐ ট্রাকটি তার গাড়ির পিছন দিকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সাতে থাকা যাত্রী সহ গাড়িটি ধূমড়ে মুছড়ে যায়। এতে মারকুলির অজ্ঞাত একজন ও বানিয়াচংয়ের একজন যাত্রী গাড়িতে ছিল।
তারা গুরুত্বর আহত হয়েছেন। অপরদিকে অন্য আরো দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে ঐ গাড়িগুলোও ধূমড়ে মুছড়ে যায়। এমন কি ৩/৪ জন পথচারী সহ আরো অনেকেই আহত হয়েছেন। স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বাকী আহতদের এখনো কোন খুজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, স্থানীয়দের মাধ্যমে মিমাংশার চেষ্টা চলছে। তবে, ট্রাকটি আমাদের নিয়ন্ত্রণে আছে।