সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
বিএনপির সারা দেশে ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিন সকালে দিরাই-মদনপুর সড়কে পিকেটিং কালে বিএনপি অঙ্গ সংগঠনের ৩ জন নেতাকর্মীকে আটক করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দিরাই উপজেলা বিএনপি’র সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, তাড়ল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নুর ও করিমপুর ইউনিয়ন কৃষকদল নেতা আব্দুল ওয়াদুদক।
জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) দিরাই-মদনপুর সড়কের দিরাই পৌরসভাধীন আনোয়ারপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকে আটক করে নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা দিরাই-সুনামগঞ্জ সড়কে টায়ারে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।