অপশক্তি শেখ হাসিনার জনপ্রিয়তায় ও উন্নয়নে বাধা হতে পারবে না :মুহিবুর রহমান

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

অপশক্তি শেখ হাসিনার জনপ্রিয়তায় ও উন্নয়নে বাধা হতে পারবে না :মুহিবুর রহমান
২০ Views

প্রতিনিধি/ছাতকঃ
বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যে বিরুদ্ধে ছাতকে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আগুন সন্ত্রাসী বিএনপি-জামাতকে রাজপথে প্রতিহত করার ঘোষনা দিয়ে বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আগুন সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।মানুষ পুড়িয়ে মারা অপশক্তি বিএনপি-জামাতের হাত ভেঙ্গে দিতে হবে। আগুন সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

আওয়ামী সরকারের অভুতপূর্ণ উন্নয়নের চিত্র তুলে তিনি বলেন, দেশবাসী এখন উন্নয়নের সাথে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে। কোন অপশক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা ও দেশের উন্নয়নে বাধা হতে পারবে না। স্বাধীনতা বিরোধিরা আগুন সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করেতে চায়।

 

তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, পাক-মার্কিনরা একাত্তোরেও পরাস্থ হয়েছে, দ্বাদশ নির্বাচনেও এরা পরাজিত হবে। তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতি ভোট কেন্দ্র পাহাড়া দেয়ার ব্যবস্থা নিতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। যাতে বিগত নির্বাচনের মতো বিএনপি-জামাতরা ভোট কেন্দ্রে কোন রকম নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

 

মঙ্গলবার সকালে শহরের পুরাতন কাষ্টম রোডে ছাতকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন।

 

পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদরে পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আলহাজ্ব সুন্দর আলী, আব্দুল অদুদ, আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মুরাদ আহমদ, আফজাল আবেদীন আবুল, আমিরুল হক, বীর মুক্তিযোদ্ধা কদও মিয়া, আখলাকুর রহমমান, আব্দুল মছব্বির, সায়েস্থা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, এড. আশিক আলী, আফজাল হোসেন, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, বাবুল রায়, সাব্বির আহমদ প্রমুখ। এসময় ইউপি সদস্য শফিক আলী, ফজলু মিয়া মেম্বার, আছকির আলী, আব্দুল মালিক মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাহবুব মিয়া, কুহিন চৌধুরী, কালিদাশ পোদ্দার, বিমান ঘোষ, ইশতিয়াক রহমান তানভির, মিলন সিংহ, রঘুমনি সিংহ, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, সুহেল মাহমুদ, মাহফুজ বাবলু, সাদমান মাহমুদ সানি, স্বেচ্ছাসেবকলীগ নেতা, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল গাফফার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, শ্রমিক নেতা আব্দুল কদ্দুছ, আজিজুর রহমমান প্রমূখ।

 

 

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031