সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধারণ উৎসবকে কেন্দ্র করে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। গত ৯ ও ১০ নভেম্বর দুই দিন ব্যাপী মরমি সাধক কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর ১০৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারো রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থানে রাধারমণ উৎসবের আয়োজন করা হয়।
এতে উৎসবের প্রথম পর্বে আলোচনা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শেষপ্রান্তে গভীর রাতে উৎসব মঞ্চে অতি আবেগ ও কৌতুহলবশত ২/১জন শিল্পী তাদের ঘনিষ্ট বন্ধু এক প্রবাসীর জন্মদিনের কেককাটা শুরু করলে পরিষদ নেতৃবৃন্দ এসে বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দেন। এ সময় ভূল বুঝতে পেরে শিল্পীরাও দুঃখ প্রকাশ করেন।
তবুও একটি মহল এ ঘটনাকে কেন্দ্র করে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। ব্যবহার করছে মানহানিকর মন্তব্য। এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এ ব্যাপারে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রমজান আলী, টুনু মিয়া, কামরুল হাসান তেরাই সহ পরিষদের সকল নেতৃবৃন্দ বলেন, উৎসবে হাজার হাজার দর্শকশ্রোতা ছিলেন। পরিস্থিতি সামাল দিতে পরিষদ নেতৃবৃন্দকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।
এর মধ্যে উৎসবের শেষপ্রান্তে গভীর রাতে অনাকাঙ্খিত ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবুও এ ঘটনাকে পুঁজি করে একটি ভূমিখেকো দুষ্টুচক্র নানাভাবে অপপ্রচার চালিয়ে অন্যায় ফায়দা হাসিলের চেষ্টা করছে। এসব অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন সহ দেশে/বিদেশে থাকা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।