সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সিলেটর ওসমানীনগরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । বুধবার (১৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৩ হাজার ১’শ কৃষককে বিনামূল্যে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যন শামীম আহমদ।
উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমার পরিচালনায় বক্তারা বলেন, যদিও শিল্প-কারখানার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, তবুও কৃষিকে গুরুত্ব দিয়ে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কারও এক ইঞ্চি জমি যেন খালি পড়ে না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আপনাদের বাড়ির আঙিনা থেকে শুরু করে যেকোনও পতিত জায়গায় প্রত্যেকেই কিছু না কিছু রোপন করবে। উপজেলা প্রশাসন আপনাদের সর্বত্রক সহযোগিতা করবে। বর্তমান সরকারের মেধা ও যোগ্যতার উপহার হল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দেশের মানুষ আজ তিনবেলা পেট ভরে ভাত খেতে পারে। অন্য দেশের দিকে আজ আমাদের তাকিয়ে থাকতে হয় না।
উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা জানান, জন প্রতি ১ বিঘা জমির জন্য ১’শ জন কৃষকের মাঝে ২’শ কেজি বোরো হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে উপজেলার ৮ টি ইউনিয়নের আরও ৩ হাজার কৃষককে বিনামূল্যে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ বিতরণ করা হবে।
বক্তব্য রাখেন,তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক,উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুর রহমান পংকি,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, ইউনিয়ন কৃষি কর্মকর্তা হৃদয় ঘোষ, রিপন চন্দ্র পাল, মোত্তাকিন চৌধুরী, এ কে আজাদ ফাহিম, কর্মকর্তা পল্লব দেবনাথ প্রমুখ।