সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভারতের উত্তরপ্রদেশের গোরাখপুরে জন্ম নেয়া এক কন্যা নবজাতকের নাম রাখা হয়েছে করোনা। রবিবার করোনা প্রতিরোধে ভারতজুড়ে জনতা কারফিউ চলার সময় জন্ম হয় ওই নবজাতকের।এ বিষয়ে ওই নবজাতকের চাচা নিতেশ ত্রিপাথি বলেন, করোনা ভাইরাস বিশ্বে ঐক্যসাধন করেছে আর তাই এই নাম রাখা হয়েছে। এমন নাম রাখার আগে ওই নবজাতকের মায়ের অনুমতি নেয়া হয়েছে বলেও জানান নিতেশ ত্রিপাথি।
এ বিষয়ে ত্রিপাথি বলেন, এ নিয়ে কোন সন্দেহ নেই যে এই ভাইরাস বিপজ্জনক এবং বিশ্বে অনেক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে কিন্তু এটি অনেক ভালো অভ্যাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই শিশু শত্রুর মোকাবিলায় মানুষের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।ভারতে এখন পর্যন্ত ৪২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন; মারা গেছেন সাতজন।