ছাতকে নির্বাচনী তফশীলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের পৃথক আনন্দ মিছিল

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

ছাতকে নির্বাচনী তফশীলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের পৃথক আনন্দ মিছিল
১৯ Views

প্রতিনিধি/ ছাতকঃঃ
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীলকে স্বাগত জানাতে ছাতকের রাজপথে নেমে আসে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী। খন্ড-খন্ড মিছিলে মহুর-মুহুর শ্লোগানে ভরে উঠে গোটা শহর। আওয়ামীলীগের বিবদমান দু’টি গ্রুপ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফশীলকে স্বাগত জানিয়ে পৃথক আনন্দ মিছিলে মিলিত হয়। মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ধ্বনি ও নৌকার শ্লোগানে-শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহর এলাকা।

 

 

বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলেিগর পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। শহরের পুরাতন কাষ্টম রোড এলাকা থেকে বের করা হয় একটি আনন্দ মিছল। মিছিলটি শহর প্রদক্ষিন করে আবারো পুরাতন কাষ্টম রোড এলাকায় এসে পথ সভায় মিলিত হয়।

 

পথসভায় সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিত মজনু, উপজেলা ভাসইস চেয়ারম্যন আবু সাহাদ লাহিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, মিজানুর রহমান হিরু, আব্দুল আওয়াল, বাবুল রায়, আব্দুল খালিক, মুরাদ আহমদ, সাব্বির আহমদ, এড. সায়াদুর রহমান ছায়াদ, মিনহাজুর রহমান তাপস, শফিক আলী মেম্বার, আমতর আলী মেম্বার, রাফি আহমদ রিংকু মেম্বার, আব্দুল মালিক মেম্বার, মাফিজ আলী, নজমুল হোসেন, কুহিন চৌধুরী, ইসতিয়াক রহমান তানভির, মিলন সিংহ, রঘু মনি সিংহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা সুহেল মাহমুদ, সাদমান মাহমুদ সানি, আমিনুল হক, কয়েছ আহমদ, মঈন উদ্দিন, জাকির হোসেন, তোফায়েল আহমদ, ইকবাল হোসেন, আরাজ মিয়া প্রমূখ। এর আগে বুধবার নির্বাচনী তফশিল ঘোষনার সাথে-সাথেই গোটা শহর মিছিলে-মিছিলে ভরে উঠে। মুহিবুর রহমান মানিক এমপি সমর্থক গ্রুপ ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী গ্রুপ শহরে পৃথক আনন্দ মিছিল করেছে। এমপি সমর্থকরা পুরাতন কাষ্টম রোড এলাকা থেকে মিছিল বের কের এবং শামীম চৌধুরী সমর্থকরা শহরের চৌধুরী কমপ্লেক্সের সামন থেকে আনন্দ মিছিল বের করে।

 

বুধবার সন্ধ্যায় মিছিলের নগরীতে পরিনত হয় গোটা শহর। শামীম আহমদ চৌধুরী সমর্থক মিছিলে আওয়ামীলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, প্রনয় কুমার আচার্য্য মুন্না, কামাল উদ্দিন, যুবলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী সম্রাট, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহির চৌধুরী, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031