সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ছাতকের কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের শিক্ষার্থী পটুয়াখালীতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। রাজধানীর একটি কলেজে লেখাপড়া করতেন ফখরুল ইসলাম মারুফ।
জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীতে বেড়াতে গিয়ে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শেখ কামাল সেতুতে মারাত্মক সড়ক দুর্ঘটনার আহত হলে স্থানীয়রা তাকে কলাপাড়া সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফখরুল ইসলাম মারুফ সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের আজির উদ্দিনের পুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি ও মৃত্যুর সংবাদটি প্রকাশিত হওয়ায় শনিবার ছেলেটির পরিবারের কাছে সংবাদটি পৌঁছেছে। পরিবারের লোকজন পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছেন।
কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রাজাপুর গ্রামের আফতাব উদ্দিন জানান, করছখালি গ্রামের আজির উদ্দিনের পুত্র ফখরুল ইসলাম মারুফ ঢাকায় থেকে একটি কলেজে লেখাপড়া করতো। ঢাকা থেকে পটুয়াখালীতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে তিন শনিবার মারা যান। পরিবারের লোকজন সংবাদ পেয়ে হাসপাতালের খোজ খবর নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।