সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
প্রতিনিধি /ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে শহিদ আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম চৌধুরী মাখনের প্রচেষ্টায় শনিবার উপজেলার গোয়ালাবাজার সারকারি বিদ্যালয় কেন্দ্রে গোয়ালাবাজার ইউনিয়নের ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৩ জন সমাপনী পরিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা শেষে মেধা তালিকা বাছই করে শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃত্তি পরিক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, শহিদ আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, গোয়ালাবাজার সারকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শিহাবুর রহমান, নিজ করনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেস রঞ্জন দাশ, হযরত শাহজারাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী দাশ, পরিক্ষা নিয়ন্ত্রক আব্দুল মজিদ, অভিভাবক সদস্য রিতাব আলী, আব্দুল মিতিন, হেলাল আহমদসহ আরো অনেকেই।
বৃত্তি পরিক্ষা পরিদর্শন শেষে তারা বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদ হওয়া আব্দুল মান্নান চৌধুরীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাহবুব আলম চৌধুরী সরকারের উপন্নয়নের পাশাপাশি নিজ এলাকার আত্মকর্মসংস্থান সৃষ্টির ধারাবহিকতায় অবহেলিত মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করছেন। প্রবাসে থেকেও দেশের টানে শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে তার এমন প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। শহিদ আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরিক্ষার আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।