সিলেটে হরতালেও যান চলাচল স্বাভবিক

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

সিলেটে হরতালেও যান চলাচল স্বাভবিক
১৬ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটসহ সারাদেশে আজ রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। গত সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে সিলেটে যানচলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা যায়।

 

রোববার সকাল ৬টা থেকে সরেজমিনে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, রশিদপুর, নাজিরবাজার, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে সিলেট ছেড়ে দূরপাল্লার দুই-একটি বাস ছেড়ে যেতে দেখা যায়।

 

তবে, আন্ত:জেলার সড়কে বাসচলাচল প্রায় স্বাভাবিক ভাবে চলাচল করেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবি লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি।

 

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জনগণের জানমালের নিরাপত্তায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930