আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইয়াহইয়া চৌধুরীকে ইসির শোকজ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইয়াহইয়া চৌধুরীকে ইসির শোকজ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. ইয়াহইয়া চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাকে আগামী রোববার (৩ ডিসেম্বর) সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

 

শনিবার (২ ডিসেম্বর) নির্বাচনী এলাকা ২৩০ ও সিলেট ২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি সূত্রে জানা গেছে- গত ৩০ নভেম্বর সিলেট জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় মিছিল সহকারে প্রবেশ করেন এহিয়া। যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ৮(খ) এর লঙ্ঘন।

 

এমতাবস্থায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ৮(খ) এর লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা ৩ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031