জগন্নাথপুরে দীর্ঘ ৮ বছর পর জমে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

জগন্নাথপুরে দীর্ঘ ৮ বছর পর জমে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৮ বছর পর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ বিভিন্ন পদে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটার মুক্তিযোদ্ধারাও কষতে শুরু করেছেন ভোটের হিসাব-নিকাশ। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১০ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।

 

 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাজেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১১ এপ্রিল যাচাই-বাছাই। ১৩ এপ্রিল প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। ১৬ এপ্রিল আপিল নিস্পত্তি। ১৭ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার। ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ ও সবশেষে আগামী ২০ মে অনুষ্ঠিত হচ্ছে সেই দীর্ঘদিনের কাঙ্খিত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এ বিষয়ে ৫ এপ্রিল বুধবার সাবেক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম জানান, দীর্ঘ ৮ বছর পর হলেও নির্বাচন হওয়ায় আমরা মুক্তিযোদ্ধারা খুব আনন্দিত হয়েছি।

 

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারো আমি কমান্ডার পদে নির্বাচনে অংশ নেবো। অন্য প্রার্থীদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে বুঝা যাবে, কারা কোন পদে প্রতিদ্বন্ধিতা করছেন। তবে এবার প্যানেল ভিত্তিক নির্বাচন হতে পারে।

Spread the love

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031