৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সময়সূচিসহ হলভিত্তিক আসনসংখ্যা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৩ জানুয়ারি। অন্যদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সময়সূচিসহ হলভিত্তিক আসনসংখ্যা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৩ জানুয়ারি। অন্যদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) শুরু হবে ২৩ জানুয়ারি। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
উভয় পরীক্ষার্থীদের সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।