শাবিতে শুরু চাকরি মেলা, সিলেটিদের জন্য বড় সুযোগ

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। এতে ৩৫টি কোম্পানি ৩০০ পোস্টে বৃহত্তর সিলেট বিভাগের গ্রাজুয়েটদেরকে চাকরির সুযোগ দিচ্ছে। মেলার আয়োজক হিসেবে রয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার ক্লাব।’

 

 

 

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে চাকরিমেলার উদ্বোধন করেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এসময় তিনি বলেন, আশা করি কোম্পানিগুলো তাদের চাহিদামত গ্রাজুয়েট এ মেলা থেকে পাবেন। সিলেট বিভাগের প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

 

শাবির গ্রাজুয়েটরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দক্ষ ও যোগ্য রয়েছে। এবারও যারা নিয়োগ পাবে; তারাও সেই সুনাম ধরে রাখবে।

 

 

এসময় আয়োজকদেরকে ধন্যবাদ জনান কোষাধ্যক্ষ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম, গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, লাইফ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল হাকিম প্রমুখ।

 

 

এবারের চাকরি মেলায় দেশের স্বনামধন্য ৩৫টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টিরও বেশি চাকরি নিয়ে অংশ নেবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা গ্রুপ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, হামিম গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, কাজী অ্যান্ড কাজী টি, আইডিপি এডুকেশন, প্রিমিয়াম ফিশ অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টাফ এশিয়া, আর এফ এল গ্রুপ, আড়ং, প্রাণ গ্রুপ, বি এস আর এম, শেভরন পারফেট্টি ভ্যান মেলেসহ বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানি।

এবারের জব ফেস্টে ব্রোঞ্জ স্পনসর হিসেবে আছে ‘লাইটক্যাস্টেল পার্টনারস’। স্ন্যাকস পার্টনার হিসেবে প্রাণ, বেভারেজ পার্টনার হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রিক্রুটমেন্ট পার্টনার হিসেবে বিডিজবস ডট কম, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ওয়াদওয়ানি ফাউন্ডেশন ও ব্রিলিয়ান্ট ব্রেইনস ভ্যালি, ব্রডকাস্ট পার্টনার সময় নিউজ টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ ও বিজনেস স্ট্যান্ডার্ড।

 

এ ছাড়াও ক্যাম্পাস পার্টনার হিসেবে আছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই সোসাইটি, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটির আইবিএ বিজনেস ক্লাব-সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি, নর্থইস্ট ইউনিভার্সিটির বাংলাদেশের এনইইউবি সোশ্যাল সার্ভিসেস ক্লাব এবং লিডিং ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটি।

আরও বলা হয়েছে, প্রথম দিন, আজ বুধবার চাকরিপ্রত্যাশীদের সিভি (জীবনবৃত্তান্ত) নেওয়া হবে এবং ১ ফেব্রুয়ারি সিভি নেয়ার পাশাপাশি নির্বাচিতদের মৌখিক পরীক্ষাও নেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এই চাকরি মেলায় সিলেটের সব ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন, এমনকি বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031