সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
গত বছর স্থলমাইন বিস্ফোরণে মিয়ানমারে ১০৫২ জন বেসামরিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার এক প্রতিবেদনে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, মিয়ানমারের সব প্রদেশ ও অঞ্চলেই এই ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
আগের বছরের তথ্য হাজির করে ইউনিসেফ জানায়, ২০২২ সালে ৩৮০টি ঘটনা ঘটেছিল। তার প্রায় তিনগুণ বিস্ফোরণ ঘটেছে ২০২৩ সালে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতদের ২০ শতাংশই শিশু।
ইউনিসেফের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক দেবোরা কমিনি বলেন, `স্থলমাইন ব্যবহার খুবই নিন্দনীয় এবং এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
তিনি বলেন, সংঘাতের সব পক্ষকে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশুদের।
বিশ্বে সবচেয়ে বেশি স্থলমাইন থাকা দেশগুলোর মধ্যে অন্যতম মিয়ানমার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাতের কারণে দেশটির ২৮ লাখ মানুষ বাস্তুচ্যুত। ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।