গাজা থেকে সেনা কমিয়েছে ইসরায়েল

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

গাজা থেকে সেনা কমিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃঃ

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে সেনা কমিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গতকাল রবিবার আইডিএফ জানায়, দক্ষিণ গাজায় তারা মাত্র একটি ব্রিগেড রেখে বাকি সৈন্যদের সরিয়ে নিয়েছে।

 

 

 

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

 

 

 

দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে নিলেও পুরো গাজায় ‘উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি’ থাকবে বলে জানিয়েছে আইডিএফ। তাদের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, ‘এটি যুদ্ধের তৎপরতার আরেকটি পর্যায়।

 

 

 

সৈন্য ফিরিয়ে নেওয়াকে যুদ্ধ শেষের ইঙ্গিত মনে করার কারণ নেই। বরং এটিকে কৌশলগত দিক হিসেবেই দেখা হচ্ছে।

 

 

 

অন্যদিকে, ইসরায়েল এবং হামাস উভয়ের পক্ষ থেকেই জানানো হয়েছে, নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে কায়রোতে প্রতিনিধিদল পাঠিয়েছে তারা। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বিল বার্নস এবং কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান আল থানি মিসর, ইসরায়েল এবং হামাস থেকে যাওয়া আলোচকদের সাথে বসবেন।

Spread the love

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031