সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪
মোঃবিলাল উদ্দিন/কুয়েতঃঃ
কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন, কুয়েত যৌথভাবে কুয়েতের হাওয়ালিতে কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনে বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) উদযাপনের জন্য চার দিনব্যাপী একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে।
মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান (অব.), কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল রাসুল সালমান বুধবার ১৫ মে স্থানীয় বিকাল ৫ টা যৌথভাবে “শিল্প প্রদর্শনী” উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি ১৫মে হতে ১৮ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে দুই বাংলাদেশি শিল্পীর আঁকা ১০০টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হবে। কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা চিত্রকর্মও প্রদর্শনীতে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে বাংলাদেশ। বাংলাদেশ কুয়েত সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনের জন্য, বাংলাদেশ দূতাবাস ২০২৪ সাল জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে। বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর (সুবর্ণ জয়ন্তী) উদযাপনের অংশ হিসেবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন, কুয়েত যৌথভাবে এই শিল্প প্রদর্শনীর আয়োজন করে।