বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি/স্পেনঃঃ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেনের বার্সেলোনা মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্পেন দক্ষিণ  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন।

 

স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান লিটুর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর শাখার সদস্য আবু তোহিন ও তোষার আহমেদের পরিচালনায় কর্মী সম্মেলনে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ (শাহীন)। আন্তর্জাতিক সম্পাদক, মোহাম্মদ সেলিম হোসেন , আসলাম ফকির (লিটন)।

 

বক্তব্য রাখেন, কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী,  কোষাধ্যক্ষ শাহিন আহমেদ, সান্তাকুলোমা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সেলু ,কাতালোনিয়া বিএনপি নেতা শিপলু আহমেদ (নিয়াজী), ফয়সল আহমদ, লুতফুল রহমান, রাজন আহমেদ, কাতালোনিয়া যুবদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ (মোল্লা), স্পেন দক্ষিণ  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ, দুলাল আহমেদ, সদস্য মাসুম আহমেদ, ইমন আহমদ, বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফোয়াদ আহমেদ , জাহাঙ্গীর আলম , সুমন আহমে প্রমুখ।

 

উপস্থিত ছিলেন, স্পেন বাংলা প্রেসক্লাবের  সভাপতি আফাজ জনি, সাবেক সভাপতি শাহাদুল সুহেদ, সদস্য ছাদিয়ান আহমেদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টে ছাত্র জনতার গন অভ্যুথ্যানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর স্বৈরাচার মুক্ত নতুন বাংলাশের সৃষ্টি হয়েছে। দেশের অর্থনীতি ও রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায় বিচার। দির্ঘ ১৭ বছর প্রবাস থেকে দেশে গেলেও বাক স্বাধীনতার অভাবে বখা বলা বা অনলাইনে কোন  প্রতিক্রিয়া ব্যক্ত করা যেত না। এখন বাংশার মানুষ মন খোলে কথা বলতে পারছে। অবাদ, সুষ্ঠ, ও শান্তিপূর্ণ ভাবে এখন বাংলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031