কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে সভা

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে সভা

শিপন আহমদ তালুকদার/যুক্তরাজ্যঃঃ

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকেরা বক্তব্য রাখেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনে অবস্থিত আলতাব আলী পার্কে বাংলাদেশে সাংবাদিকদের গণ-গ্রেফতার, হামলা-মামলা, নিপীড়নের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং এটিএন বাংলা ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আই রাসেল’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন’র প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন।

 

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন’র ভাইস পেসিডেনট সৈয়দ নাহাস পাশা।

 

এতে একাত্মতা প্রকাশ করে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিবিসির সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সিনিয়র সাংবাদিক ঊর্মী মাজহার, চ্যানেল এস ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রেজাউল করিম মৃধা, ২৬ টিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাজিদুর রাহমান, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সিনিয়র সভাপতি জামাল আহমদ খান।

 

 

আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির সহকারী সেক্রেটারী সাংবাদিক জুয়েল রাজ, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সদস্য ও সিলেটভিউ২৪ডটকমের রিপোর্টার মো. মুন্না মিয়া, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সদস্য সিলেটভয়েস’র বিশেষ প্রতিনিধি শাহ শরিফ উদ্দিন, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সদস্য সোহাগ আহমদ (সোহাগ যাদু), সাংবাদিক ইমদাদুন খান, নুরজাজান মিফাতুল নূর প্রমূখ।

 

বক্তারা বলেন, “বাংলাদেশে সাংবাদিকদের উপর হত্যা মামলা দিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে, জামিনও দেওয়া হচ্ছেনা। প্রায় ১৬০ জন সাংবাদিকের উপরে মামলা করা হয়েছে। এতে শঙ্কিত রয়েছেন সাংবাদিকরা। মুক্ত সাংবাদিকতা বাঁধাগ্রস্ত হচ্ছে। অবনতি মূল্যে পেশাদার এসব সাংবাদিকদের মুক্তি দিতে জোর দাবি জানান।

 

সভায় বক্তারা আরও বলেন, “দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছেন আর সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে অথচ দিনে দিনে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং বেড়েছে নির্যাতন। সাংবাদিকদের উপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায়না। কারাবন্দী  সকল সাংবাদিককে অবিলম্বে মুক্তি না দিলে যুক্তরাজ্য থেকেই আন্দোলন আরও বেগবান করা হবে।”

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728