দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন গহরপুর এসোসিয়েশন ইউকে’র সভাপতি ম.আবুল মিয়া

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন গহরপুর এসোসিয়েশন ইউকে’র সভাপতি ম.আবুল মিয়া

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার ও “গহরপুর এসোসিয়েশন “ইউকে’র সভাপতি মোহাম্মদ আবুল মিয়া। দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক, বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামিমুর রহমান খাঁন।

 

বুধবার (২৯ শে জানুয়ারী) দুপুরে নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। তারা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান সহকারী প্রধান শিক্ষক জেসমীন বেগম,শিক্ষক জাকারিয়া টিপু, রিপন চন্দ্র বর্মণ, আনোয়ার হোসেন, হাসান আহমদ, সালেহ আহমদ, মাজহারুল ইসলাম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728