বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

লন্ডন বাংলা ডেস্ক ::

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মারা গেলেন।মারা যাওয়া মুসল্লি আমির শেখ (৬০) গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে।গতকাল সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন জেন্দান আলী জানান, আমির শেখসহ আমরা এক সঙ্গে ইজতেমায় এসে ৩৩নং খিত্তায় অবস্থান নেই। রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল বিন সিরাজ আমির শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৬০) মারা যান। এনিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু হলো। প্রথম পর্বের প্রথম ধাপে ৭ জন মুসল্লির মৃত্যু হয়। সে হিসেবে প্রথম পর্বে এ পর্যন্ত ৯ মুসল্লির মৃত্যু হলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728