সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ওমর আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্ধারীঝাড় ইউনিয়ন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার ওমর আলীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।ওমর আলী আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।তিনি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের বাসিন্দা।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওমর আলীকে গ্রেপ্তার করেছে। ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওমর আলীকে গ্রেপ্তার করেছে। ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।