বাংলাদেশি ৬০ হাজার পাসপোর্ট আটক ইতালিতে

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বাংলাদেশি ৬০ হাজার পাসপোর্ট আটক ইতালিতে
লন্ডন বাংলা ডেস্ক ::
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘৬০ হাজার পাসপোর্ট আটকা আছে ইতালিতে। কারণ কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার জন্য। প্রতিটা কেসে কিছু না কিছু সমস্যা আছে। আমাদের এক দালাল ওখানকার একটা প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে এসেছে, কিন্তু আসলে তার ওখানে কাজ করার মতো অবস্থা নেই।
বুধবার (২৯ জানুয়ারি) সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা বিদেশে বাংলাদেশের ইমেজ নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘ইমেজ একদিনে সৃষ্টি হয় না। একদিনে শেষও হয় না। যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায় তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায় ইমেজ কিন্তু তখন কিন্তু ভালো ভালো কথা বলে ইমেজ রক্ষা করতে পারবেন না।
তিনি বলেন, ‘আবার যখন আপনার একজন ট্যাক্সিচালক টাকা পেয়ে ফেরত দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেজ ওপরে ওঠে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে আরেক দেশে গিয়ে জেলে যায় আপনার ইমেজ রক্ষা করা সেখানে কঠিন। সার্বিকভাবে আমরা যা করব সেটা নিয়ে আমাদের ইমেজ হবে। হুট করে কিছু হবে না।
বিদেশির বাংলাদেশ মিশনগুলোতে লোকবল সংকটের কথা তুলে ধরে তৌহিদ হোসেন। তিনি কাতারের উদাহরণ দিয়ে বলেন, ‘যে মিশন ৩০০ পাসপোর্ট বিতরণ করবে তার পক্ষে অন্য কোনো সার্ভিস দেওয়া সম্ভব? আমাদের এখান থেকে নাইডগার্ড হিসেবে যিনি যান তাকে দিয়েও পাসপোর্টে সিল মারাতে হয়। এটা হতে পারে না। এটার জন্য একটা বুদ্ধি বের করতে হবে। একটা সিদ্ধান্ত হয়েছে।
মিশনে লোকবল বাড়ানো। আমাদের ডিজিটাইলড কিছু করতে হবে। পাসপোর্টের জন্য মিশনে আসতে হবে না পাসপোর্ট সেবাগ্রহীতার কাছে পৌঁছে যাবে সঠিক কাগজপত্রসহ।
তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের ব্যাংকগুলো থেকে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে উৎসাহিত করা হয়েছে বলেই পেরেছে। সবাই বলাবলি করছে, ওমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ, একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি সমর্থন না থাকত তাহলে এটা সম্ভব হতো না।সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার মতো অন্যান্য পদ্ধতিতেও যেন দুর্নীতি করার সুযোগ না থাকে সে বিষয়ে জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা।

 

তিনি বলেন, এটা একটা ছোট পদক্ষেপ। এ ধরনের ছোট ছোট পদক্ষেপ আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে বন্ধ করা খুব কঠিন। কাজেই সুযোগ যাতে না থাকে সেটা আনতে হবে। দুর্নীতির সুযোগ যাতে কমে যায় সেভাবে আমরা এগোব।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31