সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আওতাধীন যুক্তরাজ্য যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।
(০৫ ফেব্রুয়ারি) বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
নবগঠিত যুক্তরাজ্য যুদলের কমিটিতে সভাপতি আফজাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম-সম্পাদক, শিব্বির আহমদ সুমন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন স্থান পান।
বিজ্ঞপ্তিতে আগামী ১৫দিনের মধ্যে যুক্তরাজ্য যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটি, এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আগামী ৩মাসের ভিতরে সকল জোনাল কমিটি গঠণ করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।
এদিকে, যুক্তরাজ্য যুবদলের আংশিক কমিটি গঠনের খবরে যুবদল নেতাকর্মীরা উচ্ছাসিত।