সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
কুয়েত / বিলাল উদ্দিন::
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। সে দেশে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশায় নিয়োজিত। কুয়েতের সাথে বাংলাদেশের রয়েছে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক।গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশে নিয়োজিত কুয়েতের রাষ্ট্রদূত আলী তাহাকু আল হামাদা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সেনা সদরে সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, কুয়েত বাংলাদেশ প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, ইরাক কুয়েত দখল পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর কুয়েতে দক্ষতা ও সাহসীকতার পরিচয় দিয়েছিলো।