সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাজ্যের লন্ডনে ফুড ডেলিভারি রাইডারদের সর্ববৃহৎ সংগঠন ‘বেথনাল গ্রিন রাইডার গ্রুপ’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেড় শতাধিক রাইডার অংশ নেন।
বুধবার (১২ মার্চ) লন্ডনের ব্রিকলেনের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এ ইফতার সম্পন্ন হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন গ্রুপের এডমিন মাওলানা কারী মুহাম্মদ বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিটারফিল্ড ও বাংলা-টাউন এলাকার কাউন্সিলর কবির হোসাইন।
এসময় বেথনাল গ্রিন রাইডার গ্রুপের এডমিন প্যানেলের সদস্যদের মধ্যে আমিন হক, আব্দুস সামাদ, ফখরুল আহমদ, মোহাম্মদ আরাফাত, মো. মুন্না মিয়া, এনামুল ইসলাম, মুফতি মাওলানা মিনহাজ উদ্দিন, দিলোয়ার হোসেন, সুয়েব আহমদ, ইসলাম উদ্দিন, তামিম আহমদ, আতিকুর রহমান, মারুফুল হাসান ইমন, শামিনুর রহমান, আফসারুল ইসলাম, মহি সুমন, মুহাম্মদ, প্রমূখ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বমুহুর্তে দেড় শতাধিক রাইডারদের নিয়ে মোনাজাত করেন গ্রুপের এডমিন মুফতি মিনহাজ উদ্দিন।