ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে যা বলল বাংলাদেশ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে যা বলল বাংলাদেশ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পাকিস্তানে হামলা করেছে ভারত। জবাবে পাকিস্তানও ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি ফিরে আসবে।

Spread the love