দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরের সিমান্তবর্তী জগন্নাতপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

পাইকপাড়া গ্রামবাসীর আয়োজনে ও পাইকপাড়া একতা সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) এর আওতায় ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার ২১ টাকা ব্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বাস্তাবায়িত ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়।

 

বিদ্যালয় হল রুমে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন, বিদ্যালয়ের ভূমিদাতা ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি তেরাব আলী।

 

বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার, সাবেক চেয়ারম্যান দ্বিনুল ইসলাম বাবুল, শিক্ষানুরাগী শওকত আলী সায়মন, সমাজসেবী চমক আলী, হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, সমাজসেবী আছকির মিয়া, জুবেল খাঁন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাকিম, আপ্তাব মিয়া, জানু মিয়া, তরাজ আলী, রিপন মিয়া, সোয়া মিয়া, মোহন মিয়া অবিভাবক সদস্য রাজন মিয়া, পল্লি চিকিৎসক একরাম হোসেন।

 

সমাজসেবী কামরুল ইসলাম ও রাহিবুর রহমানের পরিচালনায় বক্তারা বলেন, উপজেলার সীমান্তবর্তী প্রত্যান্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারি উদ্যোগে ও স্থানীয়দের সহায়তায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার নতুন দ্বার খুলেছে। প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একটি শিশু লিখতে পড়তে শিখে। জীবনের মৌলিক শিক্ষার শুরু হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। সামাজিকতা, নৈতিকতা, পরষ্পর যোগাযোগ, সহমর্মিতা এসব গুনের সাথে পরিচয় ও চর্চা হয় প্রাথমিক শিক্ষাঙ্গনেই। প্রাথমিক শিক্ষাকে সকল নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসাবে ধরা হয়েছে। যেটি ভবিষ্যতে তাদের সারা জীবনের উন্নয়নের চাবিকাঠি হয়ে উঠে। সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার গুরুত্বের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নও গুরুত্বপূর্ণ। শিক্ষার পরিবেশ সৃষ্টিসহ পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার তলা ভবনের উদ্বোধন হওয়ায় কোমলমতি শিশুরা পৃৃথকভাবে ক্লাসে অংশ গ্রহনের মাধ্যমে মেধাবী হয়ে উঠতে পারবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031