উত্তপ্ত কালনীচর,সংঘর্ষে নিহত-১

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

উত্তপ্ত কালনীচর,সংঘর্ষে নিহত-১

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীচর গ্রামে আধিপত্য ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘ দিন থেকে হামলা-মামলা ও সংঘর্ষে উত্তপ্ত রয়েছে উপজেলার সীমান্তবর্তী এই গ্রামটি। সর্বশেষ শনিবার দুপুরে উভয় পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খালিদ মিয়া(৪৪) উত্তর কালনীচর গ্রামের তেরা মিয়ার পুত্র। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীচর বাজারে একটি মার্কেটসহ বাড়ির সম্পত্তি নিয়ে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া ও একই গ্রামের মৃত হামিদ উল্যাহর ছেলে জুনাইদ, মৃত রুকুম উল্যাহর ছেলে আকাইদ মিয়াসহ বেশ কয়েক জনের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় একাধিক বার উভয় পক্ষের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ আহত হওয়া ও সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা চলমান রয়েছে। ১ মার্চ ২২ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে থানায় পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করলেও ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। পৃথক এসব মামলায় আদালত থেকে জামিনেও রয়েছেন বেশ কয়েকজন। দীর্ঘদিনের সমস্যা নিরশনে স্থানীয় রাজনীতিবীদরাও বিষয়টি সমাধানে উদ্যোগ গ্রহন করেন। ১৯ এপ্রিল উপজেলা বিএনপির দ্বায়িত্বশীল নেতাকর্মী, গ্রামবাসী ও প্রবাসীসহ আশ-পাশ গ্রামের প্রবীনদের নিয়ে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষকে বিরোধ নিস্পত্তির আহবান জানানো হয়।

 

অবশেষে শনিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের আলী হোসেন জগন্নাথ পুর উপজেলার অংশে মাঠে গরু চড়াতে গেলে আব্দুল হক ছানু মিয়ার পক্ষের লোকজন আলী হোসেনকে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় অস্ত্রের আঘাতে খালেদ মিয়া গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো.মোনায়েম মিয়া বলেন, ঘটনাটি জগন্নাথপুর অংশের।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা সংঘর্ষে খালিদ মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনান্থল থেকে বলেন, সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়ন রয়েছে।

 

এর আগে ২০১৭ সালে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কালনীচর গ্রাম। নির্বাচনী সহিংসতায় পৃথক সংঘর্ষে কালনীচর গ্রামে দুই ব্যক্তি নিহত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031