কুড়িগ্রাম-৪ একই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন আপন ২ ভাই

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

কুড়িগ্রাম-৪ একই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন আপন ২ ভাই

লন্ডন বাংলা ডেস্ক  ::

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই। তাদের মুখোমুখি নির্বাচনী লড়াই নিয়ে স্থানীয় রাজনীতি ও বিভিন্ন মহলে বইছে আলোচনার ঝড়।

 

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৯ জন। আসনটি গঠিত হয়েছে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে।

 

 

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে কুড়িগ্রাম-৪ আসনেবিএনপির প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। অপরদিকে, একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আজিজুর রহমানের আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান।

 

দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন স্থানীয় চায়ের দোকান, হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছ।

 

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম-৪ আসনটি ঐতিহাসিকভাবে বিএনপি ও জামায়াত—উভয় দলেরই শক্ত ঘাঁটি। আসনটিতে দুই ভাইয়ের মুখোমুখি লড়াইয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

 

 

স্থানীয় ভোটাররা বলেন, রৌমারী, রাজিবপুর ও চিলমারীর ইতিহাসে ভাইয়ের বিপরীতে ভাইয়ের এমন লড়াই আগে দেখা যায়নি। এটি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

 

 

তবে কেউ কেউ মনে করছে, ভোটের ফল নির্ভর করবে দুই দলের সাংগঠনিক শক্তি, প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর।

 

 

বিএনপিপ্রার্থী আজিজুর রহমান বলেন, ‘আমাকে প্রার্থী হিসেবে ঘোষণার ফলে জনগণ আমাকে ভোট দিবেন এবং জয়ী করবেন।’

 

 

অন্যদিকে জামায়াতপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার বড় ভাই বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি মনোনয়ন পেলেও আমাকে হারাতে পারবেন না। জনগণ আমেকে ভোট দিয়ে জয়ী করবেন। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930