সিলেট ২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃ
ব্রাজিলে তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দিশটি। ব্রাজিলের কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, মিনাস গেরাইস রাজ্যে এ বছর প্রবল বৃষ্টি হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে ।ঝড়ে বিপর্যস্ত ব্রাজিলে নিহত সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন। এছাড়া ঝড় আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটি। একই সঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্য সরকার গুস্তোভা জেমা ৯৯ শহরে জরুরি সতর্কতা জারি করেছেন। সেই সাথে হতাহতের ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণাও দেন তিনি।
সূত্র-ইয়াহু, ইনডিপেন্ডেন্ট