সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
কামরুল হাসান নোমান/জুড়ীঃঃ
জুড়ীতে সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন। নিয়মিত খাদ্য বিতরণের ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস প্রমুখ। এছাড়া এস. এম জাকির হোসাইন-এর পক্ষ থেকে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়। এদিকে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, এডিসি (রাজস্ব) মামুনুর রশিদ, ইউএনও অসীম চন্দ্র বনিক, এস. এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।