সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
প্রতিনিধি/ওসমানীগরঃঃ
সিলেটের ওসমানীনগরের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দিন ব্যাপি তাজপুর ইউনিয়নের , লামাপাড়া কাদিপুর, রঙ্গিয়া , বরায়া, দুরাজ পুর, রবিদাশ- খাস দরগা, আইলা কান্দি, চরইসবপুর, গোয়ালাবাজার ইউনিয়নরে গুপ্তপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসীদের অর্থায়নের প্রায় ৭৫০ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন উপজেলা আওয়ামীলগের যুগ্ন সম্পাদক অনোরুদয় পাল ঝলক।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে এবং বাংলাদেশের করোনা ভাইরাস প্রতিরোধ কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শুভ্র ধর, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান রবীন পাল, যুক্তরাজ্য প্রবাসী চুনু মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী নুনু মিয়া। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এনামুল হক সাইস্তা, যুক্তরাজ্য প্রবাসী জনাব লুৎফুর রহমান, তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি জনাব সেলিম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, তাজপুর ডিগ্রি কলেজের সাবেক এজিএস যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী জনাব ছমির মিয়া।
ত্রান বিতরণকালে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সম্পর্কে সকলকে অবহিত করে সাইকে ঘরে থাকার অনুরোধ জানান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অনোরুদয় পাল ঝলক বলেন, যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে করোনা ভাইরাসের কারণে ঘর তাকা কর্মহীন ওসমানীনগর উপজেলার সহস্রাধিক পরিবারে মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার , ইউসুফ আলী, উপজেলা সেচ্চা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, ওয়াজে মিয়া, মিজানুর রহমান, সেতু দেব, সিতু মিয়া, আব্দুল মালেক, সাবেক মেম্বার মধু মিয়া, বিজয় দেব প্রমুখ