সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারণে সরকারের বরাদ্ধকৃত ত্রাণ চেয়ারম্যান ইচ্ছে কৃত তালিকা প্রণয়ন করে বিতরণ করছেন বলে দুই সংরক্ষিত মহিলা সদস্য অভিযোগ তোলে জিআর নির্দেশিকা অনুযায়ী তালিকা প্রণয়ণ করে অসহায় ও দু:স্থ জনগণের অনুকূলে বন্ঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
১৬ এপ্রিল লিখিতভাবে এ অভিযোগ করেন। সুষ্ঠু তালিকা মোতাবেক সরকারি ত্রাণ বিতরন করা হচ্ছে এবং কি পরিমান ত্রান আসছে সবার জানা আছে বলে চেয়ারম্যান জানান ।
জানা যায়, শমশেরনগর ইউনিয়নের মহিলা সদস্য শারমীন বেগম চৌধুরী ও নমিতা সিং লিখিত অভিযোগে উল্লেখ করেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ নিজের প্রভাব বিস্তার করে মানবিক কর্মসূচী বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ উপেক্ষা করে নির্বাচিত প্রতিনিধি হিসাবে কোন মতামত না নিয়ে নিজের মতো করে ত্রাণ বিতরণ করছেন।
নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমরা গ্রামের নিরীহ জনসাধারণের তোপের মুখে পড়ে অসহায় বোধ করছি। এব্যাপারে চেয়ারম্যানকে জানতে চাইলে তিনি সরকারি কোন অনুদান পাননি বলে আমাদের ধমক দেন। জিআর ২০১২-২০১৩ নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিটিতে মহিলা সদস্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে থাকার কথা।
এক্ষেত্রে চেয়ারম্যান আমাদের কোন কিছু না জানিয়ে ইচ্ছেমতো তালিকা প্রণয়ন করছেন। এব্যাপারে সরকারি নির্দেশনা অনুসরণ করে অসহায় ও গরিব দু:স্থদের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদানের দাবি জানান।
অভিযোগ বিষয়ে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অসহায়, গরিব ও দু:স্থ লোকদের মধ্যেই ত্রাণ বন্ঠন করা হচ্ছে। সরকারি কতোটুকু আসছে সবাই জানেন। এখানে কোন জনসাধারণ তো অভিযোগ করেননি। কে বা কাহারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অভিযোগ করাচ্ছেন বলে তিনি দাবি করেন।