সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিকৃবিতে সংঘর্ষ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিকৃবিতে সংঘর্ষ

 

স্টাফ রিপোর্টারঃঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) তে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগের সিনিয়র নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন গেইট এলাকায় বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রথমে বাকবিতন্ডা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বাঁশ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্ররা। এতে ১০-১২ জন ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হলে চিকিৎসা কেন্দ্রের সামনেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক । তবে আহতদের কারো অবস্থা তেমন আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবাসিক শিক্ষার্থীদের মাঝে।

Spread the love