সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ১, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বরাদ্ধ হতে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ ৫শ’ চা শ্রমিকদের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের প্রত্যেককে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল।
৩০ এপ্রিল শুক্রবার শমশেরনগর ইউনিয়নের চা বাগানে গিয়ে নিজ হাতে বাগনের ফুটবল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে চা শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ।
চা বাগানে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তদারকারী আনোয়ারুল হক, মনু ভ্যালি স্টাফ সভাপতি তানভির হাসান, শমশেরনগর পুলিশ ফাড়ির এসআই আনজির হোসেন, ইউপি সদস্যা নমিতা সিংহ, ইউপি সদস্য সীতারাম বীন ও মো. ইয়াকুব মিয়া প্রমুখ। শমশেরনগর ইউনিয়নের চা বাগানে ৩ ওয়ার্ডের করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৫শ’ চা শ্রমিকদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্ধ হতে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।