সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ৩, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃঃ
নভেল করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায় শুরু থেকেই ক্রিকেটারদের পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বার দেশের ক্রিকেট ক্লাবগুলোর পাশে দাঁড়িয়েছে বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপোলিসের (সিসিডিএম) অধীনে থাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে শুরু করে থার্ড ডিভিশনের মোট ৭৬টি ক্লাবকে ত্রাণ দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।
আজ রোববার বিকেলে এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসে দুর্গতদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সিসিডিএমের অধীনে থাকা ক্লাবগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বিসিবির এই ত্রাণের প্যকেটে রয়েছে প্রয়োজনীয় চাল, ডাল থেকে শুরু করে সাবান পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। করোনার প্রকোপে লম্বা সময় ধরে মাঠে খেলা নেই। ৭৬টা ক্লাবকে বোর্ড প্রেসিডেন্টের পক্ষ থেকে ৩০ প্যাকেট করে ত্রাণ দেওয়া হয়েছে সংকটপূর্ণ এই অবস্থায় মাঠে কবে খেলা ফিরবে সেটাও জানা নেই কারো। এই সময়টায় মানবিক দায়িত্ব পালন করছে বিসিবিসহ দেশের ক্রিকেটাররা।
চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও আর্থিক সাহায্য দিয়েছিল বিসিবি। এ ছাড়া হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সহায়তা করেছে ক্রিকেট বোর্ড। এর বাইরে মানুষের কল্যাণেও কাজ করতে যাচ্ছে বিসিবি। ২০ হাজার মানুষকে খাদ্য সরবরাহের কথা রয়েছে।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে বব্লেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কি কাজে আসতে পারি। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করোনা ভাইরাসে সেসব জায়গায় আমরা বিতরণ করবো। মাসব্যাপী এটা বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।’