জেলা প্রতিনিধিঃঃ
পুকুর পাড়ে ফুল,ফলের গাছ না লাগিয়ে সাড়ি বদ্ধ ভাবে ৩৬টি গাঁজার গাছ রোপন করে গড়ে তুলেছেন গাঁজার বাগান গোলাপ মিয়া(৫৫)।তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে উপজেলার মিয়ারচর গ্রামে রোববার বিকালে বাগানে হানা দেয় র্যাব। অভিযানে শামীম মিয়ার পুকুরের দক্ষিণ পাড় থেকে ৩৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এসময় গ্রেফতার করা হয় গোলাপ মিয়াকে। পরে আলামতসহ গোলাপ মিয়াকে রাতে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,পুকুর পাড়ে রোপণ করা হয় সৌরভ ছড়ানো ফুলের গাছ। পুুকুর পাড় থেকে সৌরভ ছড়ানোর কথা থাকলেও সেখানে নেই সৌরভ। গোলাপের হাত ধরেই ছড়াচ্ছে নেশার গন্ধ। এটি গোলাপ ফুল নয়, তিনি ব্যক্তি গোলাপ। কিন্তু কেউই তার কর্মকান্ড নজরে আশে নি।