সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ৫, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে উপসর্গবিহীন আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ওষুধের দোকানের কর্মচারি এবং অপরজন (৪০) জুড়ী থানায় বাবুর্চির কাজ করেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহিদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুজনের শরীরে কোন উপসর্গ ছিল না। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দোকানটি থাকায় গত ২৯ এপ্রিল একজনের এবং অপরজন থানার বাবুর্চির গত ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করা হয়। পরে তা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়।
মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে গতকাল (সোমবার) রাতে একজনের এবং আজ (মঙ্গলবার) দুপুরে অপরজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে নিশ্চিত করা হয়। ওষুুধের দোকানের কর্মচারী যুবক উপজেলার দক্ষিণ জাাঙ্গিরাই ও বাবুর্চি উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা।
এর আগে গত শুক্রবার উপসর্গবিহীন দুজন পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়। বর্তমানে তাঁরা সিলেটের শহীদ সামছুদ্দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে জুড়ীতে আক্রান্তের সংখ্যা চারজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, তাদের শরীরে কোন উপসর্গ না থাকায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ীতে হোম আইসলুশনে রাখা হয়েছে। আশেপাশের সবার নমুনা সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করা হয়েছে।