সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
প্রতিনিধি/ সুনামগঞ্জ ::
ছাতক শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে বোর্ড কমিটির এক সভায় এড. পীযুষ কান্তি ভট্টচার্য্যকে সভাপতি, চম্পু দত্তকে সাধারন সম্পাদক ও গোবিন্দ ঘোষকে অর্থ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
গত ২০ জানুয়ারী রাতে আখড়া পরিচালনায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বিদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে ৮জন ও সাধারন সম্পাদক পদে সদ্য সাবেক সাধারন সম্পাদক নিতাই রায় ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক চম্পু দত্তের নাম প্রস্তাব করা হয়। পরে নতুন কমিটি গঠনে সভায় সর্বসম্মতি ক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়। বোর্ড কমিটির সদস্যরা হলেন, এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, মহন্ত কুমার রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরী, রবীন্দ্র কুমার দাস, সুকেশ রঞ্জন পাল, নেপাল চন্দ্র পাল, নিশি কান্ত দে, হরিপদ পোদ্দার ও বাবুল পাল। সোমবার রাতে বোর্ড কমিটির সভায় গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনায় ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।