সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ১৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের খ্যদ্য সহায়তা প্রদান করেছেন এনআরবি ব্যাংক লিমিটেডের ফাউন্ডার ডিরেক্টর রবিন পাল। প্রবাসী ওসমানীনগর-বালাগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সভাপতি রবিন পালের ব্যাক্তিগত অর্থায়নে শুক্রবার বিকালে ওসমানীনগরের তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। পরিবার, সমাজ ও দেশকে বাঁচাতে নিজ নিজ উদ্যোগে সচেতণতা বৃদ্বির মাধ্যমে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। এই দুর্যোগ মুহুর্তে আওয়ামীলীগ সরকার ইতিমধ্যে জনসাধারণের কল্যানে গৃহবন্দি নিন্ম ও মধ্যে আয়ের মানুষদের মধ্যে খাদ্য সহায়তা, নগদ অর্থ সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি সহায়তা ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।
সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তশালী, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। ওসমানীনগরের কৃতি সন্তান রবিন পাল প্রবাসে গৃহবন্দী থেকেও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশ ও জাতির টানে আজ জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন তা অবশ্যই প্রসংশনীয়। আমরা আশাবাদি রবিন পালের মতো অনান্যরাও এগিয়ে এস এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদ, আব্দাল মিয়া, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, আওয়ামী লীগ নেতা,ফারুক আহমদ, জুবায়ের আহমদ শাহিন, লুৎফুর রহমান, জাহেদ সুমন প্রমুখ।