সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগটন জগন্নাথপুর ইয়াং স্টার উদ্দ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব এমদাদুল হক্ব সার্বিক সহযোগিতায় পাটলী ইউনিয়ন আসামপুর এলাকায় জগন্নাথপুর পৌর পয়েন্ট,বিভিন্ন জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে প্রায় চার শতাধিক লোকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সোমবার বিকাল ৫ টার পর থেকে এই ইফতার বিতরণ শুরু হয় এই সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব ছইল মিয়া,তেরাব আলি,সুবেদ আলি,মুহিবুল হক্ব, সাবেক আহবায়ক আকমল ভুইয়া,উপদেস্টা নুর আহমদ, সংগঠনের সভাপতি আব্দুল মুকিত, টিপু সুলতান, রেজওয়ান কুরেশী,মামুনুর রশীদ ,মিটুন দেব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির,রনি রাজ,শাহজাহান সিদ্দিকী, আল মামুন, রুহুল আমিন,বিজয়,রাজিব রাজু,রাসেল,ফয়সাল, জাবেল,জুয়েল হোসেন,,ইমাদ উদ্দিন আকাশ,এস এ নাঈম,মুজিবুর রহমান খোকন,রুহুল মিয়া,বিশাল,গৌরব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি