সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ২২, ২০২০
প্রতিনিধি জুড়িঃঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, মিডওয়াইফ ও আয়াসহ চারজন করোনা পজিটিভ উল্লেখ করে বৃহস্পতিবার রাতে রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয়জ্যোতি ঘোষ অনিক জানান, গত ১৭ মে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে। তবে তাদের শরীরে কোন ধরণের লক্ষণ নেই। তারা নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে আছে।
আগের দিন জুড়ী উপজেলার জাালালপুর গ্রামের একজনের শরীরে করোনা সনাক্ত হয়। তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার করোনা সনাক্ত হলে তাকে শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা যায়। এর আগে জুড়ীতে আরও ছয় জনের করোনা সনাক্ত হয়েছে। যদিও তাদের শরীরে কোন উপসর্গ ছিলনা।