সামাজিক দূরত্ব নিশ্চিতে বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

সামাজিক দূরত্ব নিশ্চিতে বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
Spread the love

৬৪ Views

 

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ

বালাগঞ্জ মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে বালাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি বালাগঞ্জ উপজেলা সদরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে ৮ ব্যক্তি/প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় মামলা দায়ের এবং ৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এসময় সহকারী কমিশনার (ভূমি) মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সিএনজি-অটোরিকসার পিছনের দুই সিটে যাত্রী পরিবহন সহ স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সতর্ক করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল জানান, করোনা প্রতিরোধে গণপরিবহন ও হাটবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আইন অমান্য করায় মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বালাগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930