সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
মানুষ তিনজন তিন রকম। সবাই মিলে ভ্রমণে বের হয়, সেটি ছিলো রহস্যময় এক জার্নি। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাইওয়ে’। শান স্বপন পরিচালনায় ভ্রমণ কাহিনী নির্ভর এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সম্প্রতি ঢাকার উত্তরা, আবদুল্লাহপুর ও গাজীপুরের বিভিন্ন রাস্তায় এর শুটিং সম্পন্ন হয়েছে।
অর্ষা বলেন, ‘ছবির গল্পে তিনটি চরিত্র আছে। আমি, আমার স্বামী ও আমাদের একজন বন্ধু। তিনজন মানুষের রহস্যজনক এক লাল গাড়ির জার্নি, শালবন ও তার মধ্যে বিভিন্ন সংকটের গল্পই উঠে আসবে এতে। গল্পটি চমৎকার। আশা করি, এটি সবার ভালো লাগবে।’‘হাইওয়ে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্ষা অভিনয় করেছেন ‘দই’ নামে চরিত্রে। তার সঙ্গে আরও আছেন শশাঙ্ক সাহা ও শাহেদ।
নির্মাতা শান স্বপন জানান, ‘হাইওয়ে’তে অর্ষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শশাঙ্ক সাহা। আর তার বন্ধুর চরিত্রে দেখা যাবে শাহেদকে। মো. ইমাম হাসানের প্রযোজনায় খুব শিগগিরই এটি দর্শকদের জন্য অবমুক্ত করা হবে। এদিকে, সম্প্রতি অর্ষা শেষ করেছেন ‘কলিংবেল’ নামে একটি খণ্ড নাটক ও ‘হারেস’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ।